মধু সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা

মধুতে গ্লুকোজ ও ফ্রুকটোজ নামক দুই ধরনের সুগার থাকে।

অবশ্য সুক্রোজ ও মালটোজও খুব অল্প পরিমাণে আছে। মধু নির্ভেজাল খাদ্য।

এর শর্করার ঘনত্ব এত বেশি যে, এর মধ্যে কোনো জীবাণু ১ ঘণ্টার বেশি সময় বাঁচতে পারে না।

এতে ভিটামিন এ, বি, সি প্রচুর পরিমাণ বিদ্যমান। অনেক প্রয়োজনীয় খাদ্য উপাদানও আছে।

যেমন- এনজাইম বা উৎসেচক, খনিজ পদার্থ (যথা পটাশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ), এছাড়াও প্রোটিন আছে। মধুতে কোনো কোলস্টেরল নেই।

সুস্থ অসুস্থ যে কেউ মধু খেতে পারেন।

সুস্থ মানুষ দিনে দু’চা-চামচ মধু অনায়াসে খেতে পারেন।

বেশি খেতে চাইলে শর্করা জাতীয় খাদ্য ভাত, রুটি, আলু কমিয়ে খেতে হবে।

অন্যথা মোটিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

তবে পরিমিত পরিমাণ খেলে মোটা হওয়ার ভয় নেই।

হজমের গোলমাল, হার্টের অসুখ, ডায়াবেটিস প্রভৃতিরোগে আধা চা-চামচ এর বেশি মধু না খাওয়াই ভালো।

পোড়া, ক্ষত ও সংক্রমণের জায়গায় মধু লাগালে দ্রুত সেরে যায়।

কিভাবে মধু অর্ডার করবেন?

চট্টগ্রাম নগরীর জি ই সি এলাকা হতে আমাদের মধু সংগ্রহ করতে পারবেন।
ক্যাশ অন ডেলিভারি দেয়া সম্ভব। (৮০ টাকা চার্জ প্রযজ্য)।
কিভাবে মধু অর্ডার করবেন?

০১৮১৪৮৮৬৭১০ এই নাম্বারে যোগাযোগ করে মধু সংগ্রহ করতে পারবেন।

অথবা, আপনার মোবাইল নাম্বার এবং এড্রেস আমাদের পেইজে ইনবক্স করুন। আমরা আপনার সাথে যোগাযোগ করে মধু পৌছে দেয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ।

facebook group: https://www.facebook.com/groups/krishokbhai

facebook page: https://www.facebook.com/krishokbhai07

website: www.krishokbhai.com

মোবাইলঃ ০১৮১৪৮৮৬৭১০

Similar Posts

One Comment

  1. Abrar Sifat says:

    বিশ্বনবি (সা) বলছিলেন, আত্মার ঔষধ কোরআন আর শরীরের ঔষধ মধু।
    সুবাহানাল্লাহ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *